ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার চোখে ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়ার কথা ভাবছেন বলেও তিনি জানিয়েছেন। গত মাসের শেষে ওই হাসপাতালে চোখের ছানি অপারেশন হয়েছিল সোহেল রানার। তারপর জটিলতা দেখা দিলে ফের অস্ত্রোপচারের জন্য তাকে গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর বিডিনিউজের।
এরপর সোমবার রাতে সিঙ্গাপুর থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন মাশরুর। তিনি বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে বাবার চোখে ছানির সমস্যার জন্য চিকিৎসা করানো হয়েছিল। তারা ভুল চিকিৎসা করেছেন।
এভারকেয়ার তাদের কী বলেছিল প্রশ্ন করলে মাশরুর বলেন, তারা অপারেশন করতে বলে। আমরা চেয়েছিলাম, সিঙ্গাপুরে অপারেশনটা করতে। কিন্তু তাদের চাপাচাপিতে অপারেশনটা করতে হয়েছে। অপারেশনের পর অবস্থার অবনতি হয়। পরে আমরা সিঙ্গাপুরে নিয়ে এসেছি।
এখানে ডাক্তার দেখে বলেছেন, অপারেশন জরুরি ছিল না। সোমবার দুপুরের দিকে সিঙ্গাপুরে সোহেল রানা কয়েক মিনিটের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন জানিয়ে মাশরুর বলেন, এখন বাবা একটু সুস্থ আছেন। আগে বাবা সুস্থ হোক। তারপর দেশে ফিরে আইনজীবীর সাথে কথা বলে হাসপাতালের বিরুদ্ধে আমি লড়ব।