করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। গতকাল সোমবার বিকেলে তার ছোট ভাই মাসুম পারভেজ রুবেল জানান, সোহেল রানার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। খবর বিডিনিউজের।
সপ্তাহ খানেক আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে; এখনও সেখানেই তার চিকিৎসা চলছে। রুবেল বলেন, আইসিইউতে নেওয়ার পর ভাইয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি; তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।
বাবার অসুস্থতার খবরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
৭৪ বছর বয়সী সোহেল রানা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে আসেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।