আজ ৫ এপ্রিল বোয়ালখালী উপজেলা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে হযরতুল আল্লামা শাহ্ সুফি আবু জাফর মোহাম্মদ সোহাব উদ্দীন খালেদ (রঃ) আল কাদেরী আল চিশতীর পবিত্র বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে– খতমে পাক কোরআন, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরে ইলাহী, জেয়ারত ও হুজুরের জীবনি আলোচনা। সর্বশেষে বাংলাদেশ তথা মুসলিম উম্মাহর শান্তি ও রাষ্ট্রের জনগণের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করবেন শাহাজাদা শাহ্ সুফী মোহাম্মদ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতী। প্রেস বিজ্ঞপ্তি।