সোহান-রাব্বির প্রশংসায় প্রিন্স

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

১২৬ রানে গুটিয়ে যাওয়া ব্যাটিং পারফরম্যান্সে এমনিতে প্রাপ্তি খুঁজে নেওয়াটা বোকামি। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ইয়াসির আলি চৌধুরী ও নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে তবু ছিল আশার ঝিলিক। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সেরও নজর কেড়েছে এই দুজনের ব্যাটিং। টেস্ট দলে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা ইয়াসির ক্যারিয়ারে দেখা পান প্রথম হাফ সেঞ্চুরির। ৭ টি চারের সাহায্যে তিনি করেন ৫৫ রান। মুশফিকুর রহিমের ইনজুরির কারণে একাদশে ফেরা সোহান আউট হন ৪১ রানে। দুইজন মিলে করেন ৯৬ রান । দলের বাকি সবাই ও অতিরিক্ত মিলে রান ৩০। এই দুজন ছাড়া দু অংক ছুঁতে পারেননি আর কেউ। ইয়াসির ও সোহান যখন জুটি বাঁধেন তখন ২৭ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে দল। সেখান থেকে খানিকটা মান বাঁচানো যায় এই দুজনের ৬০ রানের জুটিতে। ৫ বছর আগে এই মাঠেই টেস্ট অভিষেক হয়েছিল সোহানের। সেবারও মুশফিকুর রহিমের ইনজুরির সুযোগ করে দিয়েছিল তাকে। অভিষেকে ৪৭ রানের লড়িয়ে ইনিংস তিনি খেলেছিলেন। এ দিনও চরম বিপর্যয়ের মধ্যে নেমে দারুণ কিছু শট খেলেন এই কিপার-ব্যাটসম্যান।
বরাবরই ভয়ডরহীন ক্রিকেট খেলে আসা সোহানের এই দিকটিই বেশি ভালো লেগেছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বললেন ব্যাটিং কোচ প্রিন্স। সোহান ইতিবাচক ক্রিকেট খেলেছে। বোলারের দিকে সামনে এগিয়ে খেলেছে সে। সামনের পা বলের পিচে নিয়ে এবং বলের ওপর চড়ে খেলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চাশের বেশি গড় নিয়ে টেস্ট অভিষিক্ত ইয়াসির গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকে কিছুটা ঝলক দেখিয়েছিলেন। পরে তাকে বাইরে যেতে হয় হেলমেটে বল লাগায়। এরপর এবার নিউজিল্যান্ডে প্রথম টেস্টে লম্বা সময় উইকেটে থেকে আউট হন আলগা শটে। তৃতীয় টেস্টে তিনি পেলেন প্রথম ফিফটির স্বাদ। ব্যাটিং কোচ দারুণ খুশি তাকে দেখেও। ইয়াসির মাত্র তার তৃতীয় টেস্ট খেলছে। আগের টেস্টে দুর্ভাগ্যজনকভাবে লেগ স্টাম্পের বলে ক্যাচ হয়েছে। ওই ম্যাচে সে দারুণ নিবেদন দেখিয়েছে আজকেও। ডিফেন্সে সে দৃঢ় ছিল, আক্রমণে ছিল পরিষ্কার। এই ধরনের পিচে আত্মবিশ্বাস নিয়ে বল ছাড়তে হবে। রক্ষণাত্মক হোক বা আক্রমণাত্মক, শট খেলায় সুস্পষ্ট থাকতে হবে মানসিকতায়। পথ যেটাই হোক নিজের কাছে পরিষ্কার থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও কাউন্সিলর কাপ ফুটবলের সেমিফাইনালে নিরিবিলি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের দেয়া গার্ড অব অনারকে বড় সম্মানের বলছেন টেইলর