সোহানের শতকে শেখ জামালের জয়

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

নুরুল হাসান সোহানের দুর্দান্ত শতকে ভর করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের ম্যাচে গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪ উইকেটে জিতেছে শেখ জামাল। রূপগঞ্জ টাইগার্সের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানেই ৫ উইকেট হারিয়েছিল শেখ জামাল। এরপর উইকেটকিপার-ব্যাটার সোহানের ১১৮ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় দলটির। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন সোহান। মিরাজ করেন ৪৩ রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নামে রূপগঞ্জ। ওপেনার জাকির হোসেনের ৭৫ ও পাকিস্তানি সাদ নাসিমের ৫০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে তারা। শেখ জামালের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি উইকেট নেন। এ ছাড়া সানজামুলের শিকার ২ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধবাচসাস সম্মাননা পাচ্ছেন ১২ গুণী
পরবর্তী নিবন্ধআর্চারিতে আলো ছড়ালেন রোমান-রুবেল-সাগর