সোহানের আঙুলে অস্ত্রোপচার করতে হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ক্ষীণ একটা আশা নিয়ে সিঙ্গাপুর গিয়েছিলেন নুরলি হাসান সোহান। যদি অস্ত্রোপচার না করে ফেরা যায়। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। অস্ত্রোপচার করাতেই হচ্ছে এই কিপার-ব্যাটসম্যানকে। ঢাকা থেকে পাঠানো সোহানের স্ক্যান রিপোর্ট দেখেই সিঙ্গাপুরের চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার করাতে হবে। তারপরও আরেকটু নিবিড়ভাবে দেখাতে গত রোববার সিঙ্গাপুর পাঠানো হয় সোহানকে। গতকাল সোমবার চিকিৎসক তার আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে আগের সিদ্ধান্তেই অটল থাকেন। অস্ত্রোপচারের খবর গতকাল সোমবার বিকেলে সোহান নিজেই জানান তার ফেইসবুক পাতায়। আমার আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। সবার দোয়া প্রার্থনা করছি। আঙুলের এই ইনজুরিতে পড়েন সোহান কদিন আগে জিম্বাবুয়ে সফরে। এই সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই আঘাত পেয়ে দেশে ফিরে আসতে হয় তাকে। অস্ত্রোপচার না করাতে হলে তিন-চার সপ্তাহের মধ্যে তার আঙুল ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল পর্যায়ে উশু প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধশোভনীয়া ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শহীদ মহিম একাডেমির জয়