সোহরাব কোম্পানি

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপি নেতা সোহরাব কোম্পানি (৭৩) গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার বাদে জুমা রামপুর বড়পুকুরপাড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোহরাব কোম্পানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেনবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, সোহরাব কোম্পানি ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ,দক্ষ ও ত্যাগী সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অসামান্য অবদান রেখে গেছেন। দলের নেতা কর্মীরা তার অবদান দীর্ঘদিন মনে রাখবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য শেখ আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধঅক্সিজেন থেকে রাঙ্গুনিয়ার আ. লীগ নেতা আটক