সোসাইটি অব নাইন্টি সিক্স ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

এসএসসি ৯৬ ব্যাচের রেজিস্টার্ড সংগঠনসোসাইটি অব নাইন্টি সিক্স আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফরচুন স্পোর্টস এরিনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুসলিম হাই স্কুলের টিমএম.এইচ.এস টাইগার্স ৯৬কে ২০ গোলে পরাজিত করে র‌্যানডম। র‌্যানডমের পক্ষে হামিদ ও নোমান তালুকদার একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে মারাদা ৩১ গোলে পাইরেটস অব ফতেয়াবাদ স্কুলকে পরাজিত করে। মারাদার আনসারী ২টি এবং সাগর ১টি গোল করেন। ফতেয়াবাদের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক নোমান। প্রথম ম্যাচে নোমান তালুকদার এবং দ্বিতীয় ম্যাচে আনসারী ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন। অপর খেলায় স্টেডিয়াম কিংস ১০ গোলে প্যাট্রিয়টস স্পোর্টিং ক্লাবকে হারায়। স্টেডিয়াম কিংসের রানা একমাত্র গোলটি করেন এবং একই দলের গোলকিপার ইমন ম্যান অব দ্যা ম্যাচ হন। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে সিলভার হওক ৫০ গোলে হারায় ময়মনসিং ব্যাচ ৯৬ টিমকে। সিলভার হওকের আনোয়ার ২টি এবং করিম, মোজাম্মেল ও রিদন ১টি করে গোল করেন। সিলভার হওকের আনোয়ার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুন, সঞ্জয় দাশ ভোলা, ইশতিয়াক মাহমুদ জেনিথ, সাজিদ, আশফাক, সাগর, এরশাদ, মুরাদসহ সোসাইটি অব নাইন্টি সিক্স পরিচালনা পর্ষদ সদস্য এবং সোসাইটির (ক্লাব৯৬) সদস্যগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল বিভাগীয় কমিশনার ফুটবলে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের উইকেটের পরিবর্তন চান শোয়েব মালিক