চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু খুনের ঘটনায় বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম সিকদার প্রকাশ মুছার ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে মিস কেইস করে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ মে নগরীর পাঁচলাইশ থানায় মিতু খুনের ঘটনায় বাবুল আক্তার, কামরুল ইসলাম সিকদার প্রকাশ মুছা, তার ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুসহ আটজনকে আসামি করে মিতুর বাবা। রাঙ্গুনিয়ার রানিরহাট থেকে সাকুকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে বাবুল আক্তারকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আগের দিন ১১ মে ঢাকা থেকে ডেকে নিয়ে বাবুল আক্তারকে হেফাজতে নেয় পিবিআই। শ্বশুরের দায়ের করা সে মামলায় ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে বাবুল আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এখন বাবুল আক্তার ফেনী কারাগারে রয়েছেন।