হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধের উদ্যোগে ৫৩তম সোয়াত জাহাজ অবরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা গত ২৪ মার্চ কবি আশীষ সেনের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী, রাজনীতিক জাহেদুল ইসলাম, সিপিবির ফজলুল হক চৌধুরী, দীপংকর চৌধুরী কাজল, কিরণ লাল আচার্য্য, অধ্যক্ষ মালেক, প্রকৌশলী সৈয়দ ইউছুফ আহমদ, প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ইমরান মিয়া চৌধুরী, বিজয় ধর, চৌধুরী জসিমুল হক, আসিফ ইকবাল, মঈন উদ্দীন, নিলয় দে, জাহিদুল আলম প্রমুখ। সভায় বক্তারা ২৪ মার্চ সোয়াত জাহাজ অবরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।