সোমালিয়ায় সেনা অভিযানে ৫০ আল – শাবাব জঙ্গি নিহত

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সেনা অভিযানে গত দুই দিনে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অন্তত ৫০ সদস্য নিহত হয়েছে। রবিবার সোমালি ন্যাশনাল আর্মির কমান্ডাররা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্য ও দক্ষিণাঞ্চলের হিরান, মধ্য শ্যাবেল এবং লোয়ার শ্যাবেল অঞ্চলের অনেক জায়গায় আল-শাবাব ঘাঁটি ও তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। তার আগে এই অভিযান পরিচালনা করা হলো। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী দেশের বিভিন্ন স্থানে আল-শাবাব বাহিনীকে নির্মূল করার জন্য অভিযান তীব্র করেছে। এ নির্বাচন সামনে রেখেই চলছে সামরিক অভিযান। সমপ্রতি মধ্য শ্যাবেল এলাকায় আরেক অভিযানে ১৩০ আল-শাবাব যোদ্ধা প্রাণ হারান।

পূর্ববর্তী নিবন্ধশেষটা ভাল করার মিশনে নামছে আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ‘বিশ্বের সবচেয়ে বড়’ পরিবারের কর্তার মৃত্যু