সোমবার থেকে বৃষ্টি বাড়ার আভাস

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চলতি বর্ষা মৌসুমের আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকদিনের টানা বৃষ্টিতে নাকাল হতে হয়েছে নগরীসহ জেলার বাসিন্দাদের। তবে শুক্র ও শনিবার বৃষ্টির প্রভাব কম থাকলেও আগামী সোমবার থেকে বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় চট্টগ্রাম নৌ বন্দরকে এক নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ দৈনিক আজাদীকে বলেন, ‘বর্ষা মৌসুমে এমনিতে স্বাভাবিকভাবে বৃষ্টি হবে। কিন্তু আজ-কাল (শুক্র ও শনিবার) বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে। তবে কাল-পরশু (রোব ও সোমবার) থেকে প্রভাব বাড়তে পারে।’
চট্টগ্রাম আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দক্ষিণ- দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে, যা অস্থায়ীভাবে দমকায় ৩৫-৪৫ কি.মি. অথবা আরও অধিক বেগে প্রবাহিত হতে পারে। গতকাল শুক্রবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম নদী বন্দরের জন্য এক নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইউরোর সেমিতে স্পেন
পরবর্তী নিবন্ধখুলশীতে ৫ম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩