চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আগামী ২৭ জানুয়ারি (সোমবার) দিন–রাতব্যাপী ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) মাহফিল ও এ দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রা.) বেছাল শরীফ স্মরণে সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে গৃহীত কুরআন–সুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে– বাদে নামাজে ফজর: ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। বাদে নামাজে জোহর: রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। পবিত্র মিরাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। সিনা–ব–সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। কাবলে নামাজে এশা: জিকিরে গাউছুল আজম মোর্শেদী। তাবাররুক বিতরণ। ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিট। বাদে নামাজে এশা: মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। আখিরুল লাইল: নামাজে তাহাজ্জুদ, জিকিরে জলী, দরূদ শরীফ ও মোনাজাত। ২৭ রজব (বাদে নামাজে ফজর): ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।