সোনালী লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় বার্ষিক সম্মিলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম বিভাগের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর খুলশীতে অবস্থিত ফয়’স লেক পার্ক ও সিওয়ার্ল্ডে উৎসবমুখর পরিবেশে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে সোনালী লাইফ ইন্সুরেন্সে কর্মরত চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের বীমা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিন সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে সম্মিলনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আগত বীমা কর্মীরা আনন্দের সাথে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বনভোজন উপভোগ করেন। দিনশেষে রাতে র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সম্মিলন শেষ হয়।

এতে সোনালী লাইফের বীমাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্সের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালী লাইফের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্ম্মদ ড্যানিয়েল, তাসনিয়া কামরুন আনিকা এবং সোনালী লাইফের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দীন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশ গুপ্ত ও মাওলানা মোহাম্মদ আলাউদ্দিনসহ সোনলী লাইফ ইনসুরেন্সের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ১ হাজার চক্ষুরোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান
পরবর্তী নিবন্ধসম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ বোয়ালখালীর সভা