সোনালী ব্যাংক সদরঘাট শাখার কৃষি ঋণ বিতরণ বিষয়ক অনুষ্ঠান

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক লিমিটেড সদরঘাট শাখা চট্টগ্রামের উদ্যোগে গত বুধবার কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ এবং আদায় সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীন মিয়া, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান, শাখা ম্যানেজার উর্মি মজুমদার এবং সোনালী ব্যাংক লিমিটেড সদরঘাট শাখা চট্টগ্রামের গ্রাহকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস চট্টগ্রাম-দক্ষিণের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান। এতে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা বলেন, সোনালী ব্যাংক লিমিটেড সর্বক্ষেত্রে আত্মনিবেদিত হয়ে কাজ করে আসছে।

সরকারের অনেক গুরুত্ত্বপূর্ণ সেবায় সোনালী ব্যাংক বিনামূল্যে সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সবসময় সোনালী ব্যাংকের পাশে আছে। বাংলাদেশ ব্যাংক রেয়াতী সুদে এবং প্রণোদনা খাতে বিভিন্ন আমদানী বিকল্প কৃষিপণ্য চাষে ঋণ সুবিধা দিচ্ছে।

এছাড়া দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ, পোল্ট্রি খামার খাতে সোনালী ব্যাংক কৃষকদেরকে ঋণ সুবিধা ও পরামর্শ দিবে। বাংলাদেশ ব্যাংক এর দুয়ার-ও খোলা আছে কৃষকদের জন্য। স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণের মাধ্যমে কৃষিজ পণ্য উৎপাদন বৃদ্ধি করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়শিল্পী শাহীনূর সরোয়ারকে স্মরণ
পরবর্তী নিবন্ধষোলশহর আলমগীর খানকায় গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র ইজতেমার প্রস্তুতি