‘সোনালী ব্যাংক শুধু ব্যবসা নয়, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে’

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, একটি প্রতিষ্ঠান। আগামীতে সোনালী ব্যাংক শুধু ব্যবসা নয়, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। গত শনিবার চট্টগ্রাম শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এজন্য দেশের এসএমই খাত ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে এ খাতে বিনিয়োগের কথা বলেন। তিনি বলেন, ডিজিটালাইজেশনে সোনালী ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্য এগিয়ে রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে সবাইকে ব্যবসা ও সেবার মান যথাযথ বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন।

জিএম অফিস চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথ আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, শামিম উদ্দিন আহমেদ, মো. আবু সাঈদ, জিএম অফিস চট্টগ্রাম নর্থের জিএম মো. মুছা খাঁন ও চট্টগ্রাম সাউথের জিএম মো. জসীম উদ্দিন খান। সম্মেলনে সোনালী ব্যাংকের জিএম অফিস চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথের আওতাধীন প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজার অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য জমির দলিল হস্তান্তর
পরবর্তী নিবন্ধপাহাড় ধসের কারণ, প্রতিরোধ ও করণীয় উঠে এল গবেষণায়