সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ১১ জনের সাজা

ঋণ জালিয়াতি

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন গতকাল সোমবার এ রায় দেন। দণ্ডিতরা হলেনসোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ, খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল শেখ, পরিচালক রফিকুল ইসলাম এবং মীর মোহাম্মদ শওকত আলী। খবর বিডিনিউজের।

দণ্ডিতদের মধ্যে প্রথম ৭ জনকে (সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা) বিশ্বাস ভঙ্গ করে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড না দিলে তাদের আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। শেষের চারজনকে বিশ্বাস ভঙ্গ করে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬৬৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। দুই ধারার সাজা একটির পর একটি চলবে। সেক্ষেত্রে তাদের ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুর ইসলাম বলেন, রায়ের সময় চার আসামিকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদেরর আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার সাত আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
পরবর্তী নিবন্ধবাটা কেএফসি পিৎজা হাট ভাঙচুর