বাঁশখালীর কাথরিয়ার সন্তান ও সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নুরুল ইসলাম বুধবার রাতে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে–মেয়ে রেখে যান। স্ত্রীর মৃত্যুর এক মাসের মধ্যেই তিনি মারা গেলেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়। মরহুমের বড় ছেলে চমেকের সাবেক উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলাম ও ছোট ছেলে ডা. আরিফুল ইসলাম। গত বৃহস্পতিবার বাদ জোহর ২ নং গেটস্থ মসজিদ গলিতে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।