‘আসসালামু আলাইকুম, আমি সোনালী ব্যাংক থেকে বলছি।’ ফোনের মোবাইল স্কিনে ভেসে উঠলো ‘সোনালী ব্যাংক লিমিটেড’। এ প্রান্ত থেকে সালামের জবাব দিয়ে বলা হলো– ‘বলুন’। সোনালী ব্যাংকের পরিচয় দেয়া লোকটি বললেন, ‘আপনার একাউন্টে লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে। এখন কি আপনি একাউন্টে লেনদেন চালু করতে চান। স্কিন শেয়ারিংয়ের মাধ্যমে লেনদেন চালু করতে হবে। আপনি আমাদের অফিসারের সাথে কথা বলুন।’ ফোন দেয়া হলো অন্যজনককে। তিনিও পরিচয় দিলেন সোনালী ব্যাংকের অফিসার বলে। পরামর্শ দিলেন যে, ‘আপনার সমস্যা সমাধান করতে চাচ্ছেন, ঠিক আছে?’
এপার থেকে ‘জ্বী’ বলার পর বললো, লাইন কাটবেন না। আপনার মোবাইল স্কিনের নিচে থ্রি ডট আছে ওখানে ক্লিক করুন। স্কিন শেয়ার করুন। আমি যেভাবে বলবো ওভাবেই করেন, প্রবলেম সলভড হয়ে যাবে।
শেষে তার কথা মতো স্কিন শেয়ার না করাতে গালাগালি করে লাইন কেটে দেয়া হলো। ০১৬০৫৭৯৩৭৫২ নম্বর থেকে ফোন করে এভাবেই সোনালী ব্যাংকের এক গ্রাহককে প্রতারিত করার চেষ্টা করা হয়েছিল। ওই গ্রাহক বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান।












