চিটাগাং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেছেন, সোনালী আঁশের সোনালী অতীত ফিরিয়ে আনতে আমাদের নতুন ভাবে কাজ করতে হবে।পাটের বহুমুখী ব্যবহার করতে নানান প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং অর্জিত প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। তিনি গতকাল ঈডঈঈও এর উদ্যোগে এবং এস এম ই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত জুট প্রোডাক্টস প্রোডাকশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিদেশের বাজারে আমাদের পাট পণ্যের বিপুল চাহিদা আছে। মানসম্পন্ন পাট পণ্য উৎপাদন করতে পারলে বিদেশের বাজারে রপ্তানির বিপুল সুযোগ রয়েছে। ওয়ার্কশপ কমিটির চেয়ারপার্সন আইভি হাসান স্বাগত বক্তব্যে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে কাজে লাগানোর জন্য প্্রশিক্ষনার্থীদের পরামর্শ দেন। উপস্থিত ছিলেন ঈডঈঈও এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ রায়হান। প্রশিক্ষক ছিলেন সদস্য শাহীনা আক্তার এবং পাট ও চামড়া জাতীয় পণ্যের প্রশিক্ষক মো.আব্দুল গণি। উল্লেখ্য যে,৩০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












