সোনার বাংলা ধন্য আমি
জন্মে তোমার বুকে,
এমন বাংলা মাকে পেয়ে
আছি মোরা সুখে।
পলি মাটি সোনানী আঁশ
ধান আছে মাঠ ভরা,
গ্রীষ্ম–বর্ষা আছে দেশে
আছে তীব্র খরা।
কিচির–মিচির পাখির শব্দে
ছন্দ জাগে বুকে,
সোনার বাংলায় আসলে বাঁধা
আমরা দিবো রুখে।
বিলকিস নাহার মিতু | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ