আমরা আজ গতিহীন নদীর মত,
ভাসমান ভেলার ন্যায় ঠিকানা বিহীন।
বেফাঁস কথা বলে প্রশাসন প্রশ্ন বিদ্ধ।
অর্পিত দায়িত্ব এ যেন এক তামাশা।
জনগণ আজ অভিভাবকহীন দিশেহারা।
শিশু যুবক মুক্তিপণের টাকা নিয়ে
আইন শৃঙ্খলা রক্ষাকারী দ্বৈত মতামত।
লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে
মির্জাফরের ভূমিকায় মানুষ উন্মাদ।
নিরাপত্তাহীনতায় মানুষ সংজ্ঞাহারা।
হঠাৎ ঝটিকা আক্রমণে রক্তে রঞ্জিত রাজপথ।
ক্ষীণ মন নিয়ে পথচলা।
স্বাধীনতা বিরোধী শক্তি দ্ব্যর্থহীন ভাষায় গণতন্ত্রকে হুমকি!
স্বজন খোঁজে ভয়ার্থ আর্তনাদ,
বিজয় দিবসে জাতীয় পতাকা বিক্রিতে বাঁধা।
হায় বাংলার মানুষ, হায় বাংলাদেশ।
তবুও স্বাধীনতার বিজয়ের পতাকা হাতে নিয়ে
উল্লাস করি, মিছিল করি হৃদয়ের টানে।
আগামী দিনের সুন্দর সম্ভাবনাকে হাতে পেতে।
ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।