বিসিবি এবার আয়োজন করতে যাচ্ছে বিশেষ একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট, যেটির নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬।’ গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। এই ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দিয়ে ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড। গত অক্টোবরের বিসিবি নির্বাচন ও আমিনুল ইসলাম বুলবুলে নেতৃত্বে বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে বিভিন্ন লিগের ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের ক্লাব আছে আটটি। প্রথম বিভাগ লিগ এখন চলছে, কিন্তু ওই ক্লাবগুলির ক্রিকেটাররা বসে আছেন অসহায় হয়ে। সামনে প্রিমিয়ার লিগ, দ্বিতীয় বিভাগ লিগ নিয়েও অনিশ্চয়তা আছে প্রবলভাবেই। লিগ বর্জন করা ক্লাবগুলির ক্রিকেটারদের নিয়ে ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা বেশ কিছুদিন ধরেই বলছিল বিসিবি। অবশেষে সেটির আনুষ্ঠানিক ঘোষণা এলো। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে আসর। খেলা হবে রাজশাহী ও বগুড়ায়। ‘লিড অব দা ইভেন্ট’ করা হয়েছে বিসিবি সহাসভাপতি ফারুক আহমেদকে। টুর্নামেন্টের দলসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। তবে ছয় থেকে আটটি দল হবে বলে জানিয়েছে বিসিবি। দলগুলির জন্য ক্রিকেটার বাছাই করবে জাতীয় নির্বাচক কমিটি। এবারের বিপিএলের নিলামের তালিকায় থাকা যেসব ক্রিকেটার দল পাননি এবং প্রথম বিভাগ লিগ বর্জন করা ওই আট ক্লাবের হয়ে চুক্তি সই করেছিলেন যে ক্রিকেটাররা, তারা এই টুর্নামেন্টের জন্য বিবেচিত হবেন। প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে টুর্নামেন্টের সব আর্থিক ব্যাপার দেখভাল করবে বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুর্নামেন্টের সূচি, পরিচালনা সংক্রান্ত নানা কিছু এবং বিস্তারিত অন্যান্য কিছু জানানো হবে সময়মতো।










