মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সম্প্রতি এক আলোচনা সভা মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিনের সঞ্চালনায় প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান।
প্রধান অতিথি বলেন, এদেশের শ্রমিক সমাজ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তিনি আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তব্য রাখেন মোহাম্মদ কফিল উদ্দিন, আবু তাহের জিহাদী, নুরুল আবছার, সাইফুল ইসলাম, কানিজ ফাতেমা, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, ফখরুল আলম, জাফর ইকবাল, প্রবীর কুমার ঘোষ, নুরুল আলম, রাজা মিয়া, মেজবাহ, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজগর, ইলিয়াছ, সরওয়ার আলম, রিপন, নাছির উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।












