সোনার বাংলাকে হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে : সুফি মিজান

| মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা, ইউআইটিএসর চেয়্যারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, সোনার বাংলাকে হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার ইউআইটিএস আয়োজিত শরতকালীন নবীনবরণ অনুষ্ঠানে এক ভিডিওবার্তায় একথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ তোমরা জীবনের গভীরে অনেক বড় স্বপ্ন ধারণ করবে, লালন করবে। সমস্ত মানবিক গুণাবলিতে ভূষিত হয়ে জীবনকে সুন্দর করার চেষ্টা করবে। ত্রিশ লক্ষ শহীদের রক্তে, আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমাদের ধারণ করতে হবে। এবং আমরা সকলেই মনে এই স্বপ্ন লালন করবো যেন সোনার বাংলাকে আমরা হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি।’ তিনি নবীন শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্নজীবনী’ পড়ার আহ্বান জানান।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, আমরা নিজ আগ্রহে, নিজ নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি করেছি। আমরা অন্য কারো সাহায্য নেইনি। আমদের ছিট মহল সমস্যা ছিলো আমরা প্রতিবেশির সাথে শান্তির পথে সেই সমস্যা সমাধান করেছি। বিশ্ব ব্যাংক বলেছিলো পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে আমরা প্রমাণ করেছি আমরা কোনো দুর্নীতি করিনি। বিশ্ব ব্যাংক বলেছিলো টাকা দেবোনা, আমরা বিনয়ের সাথে বলেছি বাঙালির ঘামে, শ্রমে, অর্থে আত্মমর্যাদার সেতু হবে। তিনি আরও বলেন, আজ আমরা যেখানে দাড়িয়ে আছি তার পেছনে রয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ঋণ। বলিষ্ঠ পদক্ষেপ আর সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে সেই মুক্তির স্বাদ দিয়েছেন বঙ্গবন্ধু।’ ইউআইটিএসের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেজ অনুষদের ডিন ড. ফারুক হোসেন। বক্তব্য রাখেন অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে ইউআইটিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চার অনুষদের প্রথম হওয়া চার শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৪ দিন পর মিললো টমটম চালকের লাশ
পরবর্তী নিবন্ধছোট ভাইকে মাদরাসায় দিয়ে বাড়ি ফেরা হল না নুর উদ্দীনের