অস্ট্রেলিয়ার এক সোনার খনিতে বিপুল পরিমাণ সোনামিশ্রিত বিশালাকৃতির বিরল পাথরখণ্ড পাওয়া গেছে। বিবিসি জানায়, ৪ দশমিক ৬ কেজি ওজনের এই পাথরখণ্ডে আছে ২৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার (১৬০,০০০ মার্কিন ডলার) মূল্যের সোনা। খবর বিডিনিউজের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভিক্টোরিয়ার সোনাখনি থেকে মেটাল ডিটেক্টর ব্যবহার করে ওই পাথরখণ্ড খুঁজে পান। ভিক্টোরিয়া গোল্ডফিল্ড ছিল ১৮০০ সালে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র। সোনামিশ্রিত পাথরখণ্ডটি কিনে নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প। তিনি বলেন, তার ৪৩ বছরের সোনা ব্যবসার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বড় স্বর্ণখণ্ড। তিনি বলেন, আমি হতবাক হয়ে গেছি। সারা জীবনে এমনটি একবারই খুঁজে পাওয়া গেল।