সোনামনি অরূপমা হালদার (৩১,১০১) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ রাগ করো না সোনামনি বলছে ডেকে মা আচার আছে তাকের উপর ইচ্ছা মতো খা। সোনামনি রেগে আছে বলছে না সে কথা তাকিয়ে আছে মাটির দিকে ঝুঁকিয়ে রেখে মাথা।