সোনাপাহাড়ে ‘জলবায়ু ও ভবিষ্যৎ’ শীর্ষক পরিবেশ সম্মেলন আজ

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

জলবায়ু ও ভবিষ্যৎ’ শীর্ষক পরিবেশ সম্মেলন আজ শনিবার মীরসরাইয়ের জোরারগঞ্জে দক্ষিণ সোনাপাহাড়ে সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা থাকবেন হংকং বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিকোল এস খান এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, উদ্ভাবক ও নীতিনির্ধারণমূলক কৌশলবিদ ড. এম রশীদ খান। ড. নিকোল আদি সমুদ্রপৃষ্ঠ পুনর্গঠন এবং উপকূলীয় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে নেতৃস্থানীয় গবেষক।

এ পরিবেশ সামিটে অংশগ্রহণ করবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ফুলকি সহজপাঠ বিদ্যালয়, সিলভার বেলস স্কুল, স্বপ্ননগর বিদ্যানিকেতন ও স্বপ্নবাগিচা বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ মুসলেহ উদ্দিন (রহ.) ছিলেন যুগশ্রেষ্ঠ সমাজ সংস্কারক
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি