মীরসরাইয়ে সোনাপাহাড়ে গতকাল শুক্রবার আয়োজন করা হয় কাঁঠাল উৎসব। সকালে লেবু পানি, কাঠালের সাথে মুড়ি আর চা দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। এরপর শুরু হয় ইানান জাতের কাঠাল প্রদর্শনী এবং বিক্রয়। পাশাপাশি প্রদর্শনীতে বিক্রির জন্য ছিল তালের শাঁস, আম, জাম, আনারস। ছিল তালপাতার পাখাসহ হরেক রকমের গ্রামীণ সংস্কৃতির পণ্য। ছিল লালন ও পল্লীগীতির আয়োজন। দুপুরের খাবারে ছিল কাঠালের ভর্তা, খিচুড়ি, চাটনি, বিন্নী ভাত, মিঠাই। মনোরম এক পরিবেশে কাঠাল উৎসবে মেতে উঠেন দর্শনার্থী ও অতিথিরা।
আয়োজক আমজাদ হোসেনের ব্যবস্থাপনা ও কথাশিল্পী পুলক পালের সঞ্চালনায় কাঠাল উৎসবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, কবি ওমর কায়সার, বিশ্বজিত চৌধুরী, কামরুল হাসান বাদল, কবি ও প্রাবন্ধিক রোকসানা বন্যা, প্রফেসর হোসাইন কবির, চেন্নাই থেকে আসা এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর অসিসিলবা কুমার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অলোক রায়, নিলুফার চামান প্রমুখ। উৎসবের সর্বশেষ পরিবেশনা ছিল পল্লী কবি জসীম উদ্দীনের ‘তুমভি কাঁঠাল খাইয়া’ গল্প অবলম্বনে নাটিকা, কবিতা পাঠ, বৃক্ষরোপণ ও হস্তশিল্প প্রদর্শনী।