সোনাদিয়া দ্বীপে অবৈধভাবে বালু উত্তোলন

অভিযানে একজনকে ৪ লাখ টাকা জরিমানা, বালু জব্দ

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বালুও জব্দ করে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাদিয়া দ্বীপের চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা পরিবহন করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মহেশখালী চ্যানেলে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয় এবং ভোলা জেলার লাল মোহন এলাকার সামসুল আলমের পুত্র মো. সোহাগকে (৩০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫() ধারা অনুযায়ী ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু উপজেলা প্রকৌশলীর মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, সোনাদিয়া দ্বীপ একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA)। সোনাদিয়া দ্বীপ বা সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার তেলিপট্টিতে পুড়ল গুদাম ও ভাঙারির দোকান
পরবর্তী নিবন্ধশিক্ষা ও অর্থবোধক গবেষণার সমন্বয় স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য