সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক ইকোসিস্টেম পুনরুদ্ধারে সেখানে গড়ে ওঠা অবৈধ কটেজ উচ্ছেদ করে বনায়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। এ লক্ষ্যে একটি বড় বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে কার্যক্রম শুরু হবে।গতকাল বুধবার মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ‘আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তি, জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা পর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার এবং এনজিও সংস্থা কোডেকের কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।












