সোনাদিয়া দ্বীপে গুঁড়িয়েদেওয়া হল মদ তৈরির কারখানা

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

দেশের পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সব সময় অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুরে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্যারাবনের গভীরে স্থাপিত একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানা এবং মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এছাড়াও, সোনাদিয়া দ্বীপে বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা অবৈধ চিংড়ি ও কাঁকড়ার ঘের এবং তিনটি অবৈধ স্থাপনা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে নৌবাহিনীর পাশাপাশি এবং বন বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন
পরবর্তী নিবন্ধখেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদ