সোনাইছড়িতে খাল ভরাট করে চলছে ভবন নির্মাণ

পানির গতিপথ পরিবর্তন

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কয়েকশ’ বছরের পুরনো একটি খাল ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। খালে দেয়া হয়েছে উঁচু পাকা দেয়াল। এই কাজ চলছে উপজেলার সোনাইছড়ির মদনখালে। খাল ভরাটের ফলে পানির গতিপথও পরিবর্তন হচ্ছে। এতে পরিবেশের ক্ষতিসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান মনির আহমেদ জানান- লকডাউনের সুযোগ নিয়ে খাল ভরাট করা হচ্ছে। তবে খাল ভরাট করার সুযোগ নেই, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি কাসেম জুট মিলস সংলগ্ন পাহাড় থেকে নেমে এসেছে একটি খাল। এটি কয়েকশ’ বছরের পুরনো প্রায় ৪-৫ কি.মি. দীর্ঘ খাল। খালের পানি সাগরে গিয়ে পড়ে। খালের আশপাশে রয়েছে শত শত বসতবাড়ি ও শিল্প কারখানা। এ বিষয়ে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক খোরশেদ আলম বলেন, এখানে অনেক আগে থেকে স্ক্র্যাপ জাহাজের ফাইবারের তৈরি স্পীডবোর্ডগুলো রিপেয়ারিং করা হয়। এ ভবনে স্পিডবোর্ড রিপেয়ারিংয়ের কাজ করা হবে। বৃহৎ পরিসরে কাজ করতে খালের পাশে এ ভবন নির্মাণ করা হচ্ছে। এটি তাদের নিজস্ব সম্পত্তি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমরে গেছে ঘাস, তীরে ধরেছে ফাটল
পরবর্তী নিবন্ধকমছে তাপমাত্রা এখনো কালবৈশাখীর সম্ভাবনা