সোনাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারে ত্রাণ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ জেলে পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। গত রোববার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারে নগদ টাকা, খাদ্য সামগ্রী, কম্বল, শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, মোহাম্মদ ইসহাক, মো.শাহজাহান, কাউন্সিলর বদিউল আলম জসিম, রিয়াদ জিলান, ইউপি সদস্য খায়ের হোসেন, অহিদুল আলম চৌধুরী, মাহবুবুল আলম প্রমুখ। উল্লেখ্য, শুক্রবার গভীর রাত অগ্নিকান্ডের ঘটনায় ২২ জেলে পরিবারের সবর্স্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহাদাত হোসেন বলেন, আগামী ২/১ দিনের মধ্যে সরকারি ভাবে প্রতি পরিবারকে এক বান টিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হবে। তাছাড়া বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন সোনাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র , চাল-ডাল তৈজসপত্র রান্নাকরা খাবার ইত্যাদি সরবরাহ করেছে। জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ শাহ, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা, মনোয়ারুল হক এফসিএ, কাজী আলী আকবর জাসেদ, মফিজুর রহমান সাজ্জাদ, কামরুল ইসলাম দুলু প্রমুখ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসরকার এখনও পুরোনো কায়দায় দেশ চালাচ্ছে
পরবর্তী নিবন্ধশীতার্তদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ