সোতোকান কারাতে স্কুলের সভা

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম’র এক সভা গত শুক্রবার পাহাড়তলীস্থ কার্যালয়ে এম সালাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও আব্দুল হান্নান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬২৮ সালের নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার সারোয়ারকে প্রধান উপদেষ্টা ও আব্দুল হান্নান কাজলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ২৫ সদস্যের নতুন কমিটিতে অন্যান্যরা হলেন এম সালাহউদ্দিন খোকন সভাপতি, পৃষ্ঠপোষক শিহান শাহজাদা আলম, শিহান কাজী রাশেদ আলী, উপদেষ্টা জহুর মিয়া, অ্যাডভোকেট জামাল উদ্দিন, সাবেক কমিশনার শামসুল আলম, নুর আহমেদ গুড্ডু,সহ সভাপতিমো. সাইফুল আলম সাইফুল, এস এম আজাদ, নেয়ামুল মাওলা, মাইনুল হক, মোস্তাফা কামাল। সাংগঠনিক সম্পাদক আব্দুল গোফরান শাহিন, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ সাহিদ, অর্থ সম্পাদক মুক্তা আক্তার, প্রচার সম্পাদক দুদু মিয়া, কার্যকরী সদস্য মো. নাইম, হাসান, জসিম, জান্নাতুল ফেরদাউছ, নুরজাহান, নাদিয়া।

পূর্ববর্তী নিবন্ধতালুকদার স্পোর্টিংয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধ১৫ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ইংল্যান্ড