সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)’র ওরস ২৩ জুন

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দর মতবিনিময় সভা গত ১৬ জুন নগরীর ষোলশহর আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৩ জুন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) র সালানা ওরশ মোবারক, ঈদুল আযহা, কোরবানির চামড়া যোগাড়, আগামী ১৫ যিলহজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) র সালানা ওরস মোবারক ও গত ঈদুল ফিতরের আনজুমান ট্রাসেটর মিসকিন ফান্ডের জন্যে সংগ্রহকৃত জাকাত-ফিতরাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, আনজুমান ট্রাস্টের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্‌টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হামিদ, মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ নূরুল আমিন, তসকীর আহমদ, শেখ নাসির উদ্দিন আহমেদ, প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দিন, কমরুদ্দিন সবুর, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, কেন্দ্রীয় গাউসিয়ার যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, জয়েন্ট সেক্রেটারী মাহাবুবুল হক খান, কোষাধ্যক্ষ মুহাম্মদ কমরুদ্দিন সবুর, মহানগরের আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ।
সভায় আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহঃ)’র সালানা ওরস মোবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিস্ট সকলকে অনুরোধ জানিয়ে সভার সভাপতি মুহাম্মদ মহসিন দো’আ ও মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
পরবর্তী নিবন্ধবকেয়া হোল্ডিং ট্যাক্সও ট্রেড লাইসেন্স ফি আদায়ে অভিযান অব্যাহত