যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে সম্প্রতি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (মজিআ) সঙ্গে মতবিনিময় করেছেন নিউ ইয়র্কের ওজনপার্ক জামে মসজিদের খতিব ও পটুয়াখালীর দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের বড় শাহজাদা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী বদরপুরী।
এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত আহলুল বায়ত মিশন জামে মসজিদের খতিব মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, শাইখ কারি আহমদ বিন ইউসুফ আল আযহারী, ড. কফিল উদ্দিন সরকার ছালেহী, ড. সৈয়দ এরশাদ আহমদ বোখারী, শায়খ সাইফুল আজম বাবর আযহারী, শায়খ ড. নূর মোহাম্মদ কাব্বানী নক্সাবন্দী, শায়েখ ড. ইসা নিনওয়াই ও শায়খ ড. গোলাম রাসুল। মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেন, ইসলামের মৌলিক শিক্ষায় উজ্জীবিত হয়ে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।