সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর সঙ্গে মতবিনিময়

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে সম্প্রতি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (মজিআ) সঙ্গে মতবিনিময় করেছেন নিউ ইয়র্কের ওজনপার্ক জামে মসজিদের খতিব ও পটুয়াখালীর দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের বড় শাহজাদা হাফেজ সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রব্বানী বদরপুরী।

এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কুইন্সের উডসাইডে অবস্থিত আহলুল বায়ত মিশন জামে মসজিদের খতিব মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী, শাইখ কারি আহমদ বিন ইউসুফ আল আযহারী, . কফিল উদ্দিন সরকার ছালেহী, . সৈয়দ এরশাদ আহমদ বোখারী, শায়খ সাইফুল আজম বাবর আযহারী, শায়খ ড. নূর মোহাম্মদ কাব্বানী নক্সাবন্দী, শায়েখ ড. ইসা নিনওয়াই ও শায়খ ড. গোলাম রাসুল। মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বলেন, ইসলামের মৌলিক শিক্ষায় উজ্জীবিত হয়ে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুবদলের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং থাকবে
পরবর্তী নিবন্ধরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন