মাইজভান্ডার দরবারের শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর নামাজে জানাযা গতকাল মঙ্গলবার বাদে মাগরিব মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁর পিতা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর পাশে দাফন করা হয়।
শাহসূফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকালে মাইজভান্ডারের রহমান মঞ্জিল, আহমদিয়া মঞ্জিল, হক মঞ্জিলসহ সব মঞ্জিল, বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা জানান, তাঁর মৃত্যুতে দরবার শরীফ তথা সমগ্র আধ্যাত্মিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।