ফটিকছড়ি ফতেপুরস্থ সৈয়দবাড়ি দরবারের অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ৩০ তম বার্ষিক ওরশ এবং শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সালানা জলসা আগামী ২০ ডিসেম্বর দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার বাদে আসর সৈয়দবাড়ি দরবার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শাহজাদা সৈয়দ ফছিহুদ্দৌলা। সভায় উপস্থিত থাকার জন্য শাহজাদা শাহসুফি সৈয়দ হাসানদ্দৌলা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












