সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবারের শাহসুফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান আল্‌হাচানী আলমাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর আওলাদ হযরত শাহ্‌সুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্‌হাচানী আলমাইজভাণ্ডারীর ৪ দিন ব্যাপী ১৯২২ আগস্ট খোশরোজ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারের শাহী ময়দানে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সাজ্জাদানশীন হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্‌হাচানী আলমাইজভাণ্ডারী বলেন, আল্লাহ্‌ আমাদের সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য। খোশরোজ শরীফ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল মাইজভাণ্ডার দরবার শরীফে রওজা গোসল, গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকিরআজকার ও আলোচনা সভা। গতকাল শুক্রবার সমাপনীতে মাইজভাণ্ডারে দেশের বিভিন্ন প্রান্ত হতে ভক্তদের যাতায়াত অব্যাহত ছিল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের স্বাগত র‌্যালি ও সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা