সৈয়দ মুঈনুদ্দীন হোসেন স্মৃতি ক্রিকেটে মাসকো সাকিবের শুভ সূচনা

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

সৈয়দ মঈনুদ্দীন হোসেন স্মৃতি অনূর্ধ্ব ১৮ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্বে শুভসূচনা করেছে সাকিব আল হাসানের দল মাসকো সাকিব ক্রিকেট একাডেমি। গতকাল তারা কোয়ালিটি স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে কোয়ালিটি ৩৯.৩ ওভারে ১১৫ রানে অলআউট হয়। রান তাড়ায় ছয় উইকেট হারিয়ে জয় পায় মাসকো-সাকিব। সকালে সাগরিকা মহিলা কমপ্লেঙ মাঠে টস জিতে ব্যাট করতে নামে কোয়ালিটি। দলের হয়ে শামিম ২১, জিসান ২০ এবং ইমতিয়াজ ১৫ রান করেন। মাসকোর পক্ষে সাদমান ও সানদিদ চারটি করে উইকেট নেন। দুটি শিকার করেন সাফায়েত।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাসকো সপ্তম উইকেট জুটিতে জয় নিশ্চিত করে। মাসকোর পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন বিজয়। অন্যদের মধ্যে মাহিম ২১ এবং রাহিন ২০ রান করেন। কোয়ালিটির হয়ে নাইম ও সাকিব দুটি করে এবং ইমতিয়াজ ও ফাহিম একটি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরে নারী দল ঘোষণা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অনূর্ধ্ব-১৫ ফুটবলে বড় উঠান ক্রীড়া সংস্থা সেমিফাইনালে