হযরত সৈয়দ মৌলানা মাহবুবুর রহমান শাহ এর বার্ষিক ওরশ আজ শুক্রবার বড়লিয়া রহমানীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-গিলাফ পরিধান, কোরান খতম, মিলাদ ও বরেণ্য আলেমদের নিয়ে ওয়াজ মাহফিল। কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য হুজুরের ছোট শাহজাদা সৈয়দ মৌলানা আনোয়ারুল আল কাদেরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












