চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি আয়োজিত সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মৃতি অনূর্ধ্ব-১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিহঙ্গ ফুটবল একাডেমি। গতকাল রোববার সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বিহঙ্গ ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩-১ গোলে ফরহাদাবাদ ফুটবল একাডেমিকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
বিহঙ্গ একাডেমির ফয়সাল ও ফরহাদাবাদের তুহিন গোল করেন। বিজয়ী দলের ফয়সাল সেরা খেলোয়াড় হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ’র সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। আগামী ২৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালারপোল ফুটবল একাডেমি ও বিহঙ্গ ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।