সৈয়দ মইনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত সৈয়দ মইনুদ্দিন হোসেন মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রামের ৪০টি ক্রিকেট একাডেমি অংশ গ্রহণ করছে। দুপুরে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সৈয়দ মইনুদ্দিন হোসেন এর সুযোগ্য পুত্র বিসিবি পরিচালক এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক জাতীয় খেলোয়াড় বিসিবি এইচপি কোচ নুরুল আবেদীন নোবেল, জাতীয় ক্রীড়া পরিষদ উপ-পরিচালক মো. আসলাম খান।
উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, আয়োজক সংস্থা ব্রাদার্স ক্রিকেট একাডেমীর নির্বাহী পরিচালক মো. মমিনুল হক, পরিচালক মো. আমিনুল হক, সাবেক খেলোয়াড় মো. আকবর খান, ক্রীড়া সংগঠক মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৩০,০০০ টাকা, রানারআপ দলকে ১৫,০০০ টাকা, সেরা খেলোয়াড়, সর্বোচ্চ ইউকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীকে ৫,০০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে। প্রথম দিনের ১ম খেলায় বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া কমপ্লেঙ লাল ৬৪ রানে সি.এস ব্রাদার্সকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সম্রাট জুম্মান। অপর খেলায় ক্যাপিটাল ব্রাদার্স ২৮ রানে চট্টগ্রাম কিংসকে পরাজিত করে । ম্যান অব দ্যা ম্যাচ আলী আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার জয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান তামিম