গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ সৈয়দ বাড়ি ইউনিট শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল স্থানীয় আমিরিয়া জামে মসজিদ মাঠে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ খতিব মুহাম্মদ জামাল উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী। আলোচনা করেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মুহাম্মদ ওমর ফারুক নঈমী, মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদেরী প্রমুখ।
অতিথি ছিলেন গোলামুন্নবী নঈমী, ফারুক ছালেক সিকদার, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা প্রমুখ।












