বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের সাবেক পরিচালক সৈয়দ নুরুল আজহার (৬৮) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামে। সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর প্রথম নামাজে জানাজা হয়। পরে বিকালে চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ মাজারে পিতামাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
সৈয়দ নুরুল আজহারের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।