হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ৩৩তম ওরশ শরীফ আজ সোমবার। গাউসিয়া হক মঞ্জিলে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উক্ত ওরশ অনুষ্ঠিত হবে। গত ২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত মাইজভাণ্ডার দরবারে জেয়ারত করছেন। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, জিকির, মিলাদ মাহফিল, রাত ১১টায় আলোচনা ও কেন্দ্রীয় মাহফিল। আখেরি মোনাজাত করবেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।
হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে রয়েছে ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্য’ সম্বলিত দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা।
ট্রাস্টের ৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ, ‘তাসাওউফের আলোকে সামাজিক ন্যায় বিচার’ শীর্ষক সেমিনার, হযরত সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) জীবনী আলোচনা, র্যালি।
এছাড়া গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখা ও মহানগরের উদ্যোগে খৎনা ক্যাম্প, রক্তদান, সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ, সিটি মেয়রকে রিকসা ভ্যান প্রদান । এ উপলক্ষে উপজেলা প্রশাসন আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে।
এছাড়া দরবারে যাতায়াতের সুবিধার্থে নগরীর মুরাদপুর থেকে বেলা ১০টা হতে প্রতি ঘণ্টায় একটি করে বিআরটিসি’র বিশেষ বাস সরাসরি মাইজভাণ্ডারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।