চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ মৌলভী বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ জহির উদ্দিন আহমদ বার্ধক্যজনিত কারণে গত ১৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্নালিল্লাহে–রাজেউন) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ঐদিন বাদ আসর তাঁর প্রতিষ্ঠিত পশ্চিম এলাহাবাদ ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে মৌলভী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সভাপতি থেকে এলাকার উন্নয়ন অবদান রেখেছেন। তিনি বিএসআরএম ও এলিট গ্রুপে সুনামের সাথে জেনারেল ম্যানেজারের দাযিত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম ইপিজেডের সচিব ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।