গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ: বাবা ভাণ্ডারীর নাতি ও ফটিকছড়ি রোসাংগিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাদা হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
গতকাল রবিবার সন্ধ্যায় ৬টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বাবা ভান্ডারির ৩য় শাহাজাদা হযরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর (ক.) ছোট সন্তান। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে যান।
আজ সোমবার বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উনার মৃত্যুতে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ), মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী, জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।












