সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর খোশরোজ কাল

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান (🙂 প্রকাশ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ কাল মঙ্গলবার মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাবা ভাণ্ডারীর পৌত্র মাওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (🙂 শাহজাদা ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারীর (মা.) পক্ষ হতে খোশরোজ শরীফের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের হাটহাজারী আসনের এমপি প্রার্থী পরিবর্তন
পরবর্তী নিবন্ধপ্রফেসর ড.ওমর নাসিফের মৃত্যুতে আইআইইউসি পরিবারের শোক